স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গাইদঘাটের তহুর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজেউন)। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কন্ট্রোল অফিসার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
পারিবারিকসূত্র বলেছে, মরহুম নূর মোহাম্মদের ছেলে তহুর হোসেন বেশ কিছুদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার এক জামাই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ছেলে ডাক্তার। পরিবারের তরফে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করা হয়েছে।