মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে ১০ দিনব্যাপি বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে গতকাল সোমবার যাদের রক্ত ত্যাগে স্বদেশ তুমি আমার শিরোনামের কবিতার পোস্টার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয়া হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন বেলা সাড়ে ১০টার দিকে ঢাকার গুলশানে বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ওই পোস্টার তুলে দেন। ঢাকসুর সাবেক জিএস বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।