দর্শনায় ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার পলি ও রুশিয়া গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ দু মহিলা মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আকন্দবাড়িয়ার পলি ও রুশিয়াসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই শাহিন আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া রজনিগন্ধা আবাসনের আবু কালামের মেয়ে পলি (২৭) ও শুকুর আলীর স্ত্রী রুশিয়াকে (৩২)। পুলিশ বলেছে, বাসের অপেক্ষায় থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। পলি ও রুশিয়ার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে পলি ও রুশিয়াসহ আকন্দবাড়িয়া গাংপাড়ার কাটু মিয়ার ছেলে জলিলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় গতকাল সোমবার মামলা দায়ের করেছেন।

Leave a comment