টিপ্পনী:

খবর: (দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস)

 

যুগ পড়েছে ফাঁসের

খুবই সর্বনাশের,

কবর হলো বাংলাদেশের

পরীক্ষা ও বিশ্বাসের।

 

এখন করি কী যে

জ্ঞান হারালাম নিজে,

জাত মারা যায় ছেলেমেয়ের

ঘুণ লেগেছে বীজে।

 

হায়রে মজার দেশ

চলছে ভালোই বেশ,

দিনে দিনে লেখাপড়ার

মারা গেলো তেশ!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment