চুয়াডাঙ্গা সদর পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে। গতকাল সন্ধ্যায় বেলগাছি রেলগেট এলাকার একটি চায়ের দোকানের পেছনে ক্যারামবোর্ডে খেলার সময় তাদেরকে আটক করে। আটককৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হতে পারে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার আব্দুর রশিদের ছেলে দোলন (৩২), একইপাড়ার শুকুর আলীর ছেলে মামুন (৩০), দক্ষিণ হাসপাতাল পাড়ার মৃত আকবার আলীর ছেলে মঈন উদ্দিন (৩৫) ও গুলশানপাড়ার মৃত দুমাদ আলী মণ্ডলের ছেলে মেহেরর আলীকে (৩৮) বেলগাছি রেলগেট এলাকায় একটি চায়ের দোকোনে ক্যারামবোর্ডে জুয়ো খেলছিলো। এমন সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সির নেতৃত্বে এক দল পুলিশ তাদেরকে আটক করে থানায় নেন।