দমুড়হুদার কালিয়াবকরি থেকে বাড়ি দলকালক্ষ্মীপুর ফেরার পথে বিপত্তি
স্টাফ রিপোর্টার: অচমকা বাঁকে অরক্ষিত মিনি ব্রিজ থেকে আছড়ে পড়ে বাইসাইকেল আরোহী ভাটা শ্রমিক হাফিজুর রহমান (৪২) মৃত্যুশয্যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দলকালক্ষ্মীপুরের মৃত গফুর মণ্ডলের ছেলে হাফিজুর রহমান এসবিএম ইটভাটার শ্রমিক সর্দ্দার। তিনি গতকাল বিকেলে বাইসাইকেলযোগে নতিপোতার কালিয়াবকরি গ্রামে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে স্কুলের নিকটস্ত অরক্ষিত ব্রিজ থেকে আছড়ে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতরাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেয়া হয়।
গুরুতর জখম হাফিজুরের শয্যাপাশে থাকা লোকজন অভিযোগ করে বলেন, রাস্তায় আচমকা বাঁক। তার ওপর উঁচু ঢালুযুক্ত রাস্তায় ব্রিজটির নিরাপত্তা রেলিং নেই। সে কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। এর আগেও বহু মানুষ আছড়ে পড়ে আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাফিজুর।