স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিসিক শিল্পনগরী এলাকার আকিজ টোবাকোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে সরকারি দেবেন্দ্র কলেজের এইচএসসির ছাত্র আল-মামুন (১৮), একই ইউনিয়নের বরুন্ডি এলাকার শাহিনুর রহমানের ছেলে সৈকত হোসেন টিপু (২১) ও নারায়ণগঞ্জের সোহেল উদ্দিনের ছেলে হ্নদয় হোসেন (২০)।