মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর থেকে ঃ
দিনাজপুরের বিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলে তার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
আহত গৃহবধু বর্তমানে বিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মামলার দায়েরের পর সোমবার দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিরুজ্জামান হাসপাতালে নির্যাতিত গৃহবধূকে দেখতে যায়। এসময় সর্বোচ্চ আইনী সহায়তার আশ্বাস তারা।
বিরামপুর পৌর এলাকার টাটকপুর গ্রামের আঃ সাত্তারের বাড়িতে তার ভাজতি নিলুফা ইয়াসমিন (৩৫) বেড়াতে আসে।
সোমবার সকালে নিলুফা বাইরে বের হলে প্রতিবেশি বাড়ির পুরুষ ও মহিলারা তাকে টেনে হিচড়ে নিয়ে যায়।
এক পর্যায পূর্ব শত্রুতার জের ধরে নিলুফারকে বেদম মারপিট ও মাথার লম্বা চুল কাঁচি দিয়ে সমুলে কেটে নেয়।
এঘটনায় প্রতিবেশি মিঠু ও তার ভাই বোনসহ ৬ জনের নাম উল্লেখ করে নিলুফার ইয়াসমিন সোমবার দুপুরে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (ক্রাইম) সাখাওয়াত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বিকালে হাসপাতালে গিয়ে নির্যাতিতার অবস্থা দেখে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরামুল হক জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।