নাপিতখালীর ঘরজামাইকে কুপিয়ে জখম : চাচাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নাপিতখালী গ্রামের ঘরজমাই আতিয়ার শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতপরশু তাকে তার শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী মাঠে নিয়ে কুপিয়ে জখম করে। আতিয়ার শেখ ও তার শয্যাপাশে থাকা লোকজন এ তথ্য জানিয়ে বলেছে, জমি বিক্রি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে চাচাতো ভাই বিষ্ণুপুরের ক্যাবরা ওরফে কাবা তার সহযোগী রাশেদুল ও মিজানুরকে সাথে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, আতিয়ার রহমান দামুড়হুদা বিষ্ণুপুরের মোজাহার শেখের একমাত্র পুত্র। নাপিতখালীর ইঞ্জিন আলীর মেয়ের সাথে বিয়ে করে সেখানেই বসাস করতে থাকে আতিয়ার। তার পৈত্রিক ভিটের কিছু জমি বিক্রি করে সম্প্রতি। চাচাতো ভাইদের নিকট বিক্রি না করায় বিরোধ দানা বাধে। আতিয়ার এ অভিযোগ করে বলেছেন, ওদের কাছে জমি বিক্রি না করার কারণে হত্যার জন্য আমার শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মাঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। আতিয়ারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

Leave a comment