দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ১৫তম খেলায় বিষ্ণুপুর একাদশ ৪-১ গোলে হাতিকাটা একাদশকে পরাজিত করেছে। গতকাল রোববার বিকেল ৩টায় স্থানীয় ঈদগামাঠে বিষ্ণুপুর একাদশ ও হাতিকাটা একাদশ মুখোমুখি হয়। দশর্ক শূন্য খেলায় বিষ্ণপুরের ক্ষীপ্র গতিসম্পন্ন স্ট্রাইকার মান্নান একাই মাঠ কাঁপিয়ে পর পর ৩টি গোল করেন দলের অপর খেলোয়াড় শিমুল ৪র্থ গোলটি করেন। হাতিকাটার পক্ষে সান্তনাসূচক গোলটি করে রাকিব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিষ্ণুপুর একাদশের মান্নান। খেলাটি পরিচালনা করেন খোকন, সহকারী ছিলেন রিজু ও শিল। ধারাভাষ্যে ছিলেন শামিম খান ও হাতেম আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন লুৎফুর, মহাসিন, রিংকু, হাশেম, রাশেদ, ডাবলু, শাহ্ জাহান। আজকের খেলা জাগরনী ক্লাব, ধোপাখালী ও শুভ সকাল স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গা।