স্টাফ রিপোর্টার: জুনিয়র এএইচএফ কাপ হকিতে ওমানকে হারিয়ে প্রথম হয়েছে বাংলাদেশ। গতকাল রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনূর্ধ্ব-২১ দলের তরুণেরা জিতেছে ৪-০ গোলে। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে চাইনিজ তাইপে।
খেলায় খোরশেদ দু’টি এবং আশরাফুল ও সারোয়ার একটি করে গোল করেন। ১৭তম মিনিটে মিলন হোসেনের পুশ সারোয়ারের স্টপ থেকে গোলটি করেন খোরশেদুর রহমান। ২৩তম মিনিটে পাওয়া পেনাল্টি কর্নারে মিলনের পুশ সারোয়ারের স্টপ থেকে হিট করে গোল করেন আশরাফুল ইসলাম।
৩৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। মিলন-সারোয়ার-খোরশেদের সমন্বয় থেকে স্কোরলাইন ৩-০ করেন খোরশেদ। ৫০তম মিনিটে সারোয়ারের ফিল্ড গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
এদিকে প্রথমার্ধে দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি ওমান। প্রথমার্ধের শেষ দিকে আনোয়ার সাদের হিট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন অসিম গোপ।
এশিয়ান হকি ফেডারেশন কাপের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১০-০ গোলের জয় পায় স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে ওমানকে ৭-০ গোলে হারিয়ে ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপের টিকেট নিশ্চিত করে। আর চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭-০ গোলে জেতে মামুনুর বাংলাদেশ দল।