ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর আয়োজনে আবারো শুরু হচ্ছে নাইটিঙ্গেল প্রিমিয়ার ক্রিকেট লিগের (এনপিএল) বাকি ম্যাচ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এনপিএল ক্রিকেট লিগ-২০১৪ শুরু হয়েছিলো। বৈরি আবহাওয়া ও জেএসসি-জেডিসি এবং বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে লিগ পর্বের ৫টি ম্যাচ হওয়ার পর এনপিএল কর্তৃপক্ষ বাকি ম্যাচগুলো সাময়িকভাবে স্থগিত করে। অনুকূল আবহাওয়া বিদ্যমান ও আসন্ন বার্ষিক পরীক্ষা যদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় তাহলে ডিসেম্বর মাসের ১৮ তারিখ থেকে লিগপর্ব ও নকআউট পর্বের খেলাগুলো চলতে থাকবে। আগামী ৩১ ডিসেম্বর আগের দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। তাই যে সকল ক্রিকেটারগণ এনপিএল ক্রিকেট লিগের ৮টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো তাদেরকে নিজ নিজ দলের অধিনায়ক অথবা চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালকের সাথে অতিসত্ত্বর যোগাযোগ করতে বলা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হলো- ফ্রিডম ফাইটার আট কবর, ফার্স্টক্যাপিটাল সুপার কিংস, চুয়াডাঙ্গা রয়েলস, দর্শনা ডেয়ার ডেভিলস, আলমডাঙ্গা নাইট রাইর্ডাস, রয়েল চ্যালেঞ্জার নাগদহ, কিংস ইলেভেন জীবননগর ও সানরাইজার দশমাইল।
উল্লেখ্য, এনপিএল-২০১৪’র চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কো-চেয়ারম্যান ওয়ালটন চুয়াডাঙ্গার এক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সদস্য সচিব তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার এবং সমন্বয়ক চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।