স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক-অভিভাবক (সমন্বয় পরিষদ) ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার মাসিক সভায় জোর প্রশ্ন তুলে বলা হয়েছে, চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়, আর অবশিষ্টরা ভর্তি হয় বেসরকারি বিদ্যালয়ে। অথচ মেধাযাচাই করে ভর্তি করা সকল শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ে পড়েও তারা এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার যোগ্য হচ্ছে না বলে দাবি তুলে পরীক্ষা থেকে বঞ্চিত করার উৎসব চলছে। অথচ বেসরকারি কোনো বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার নামে কোনো ছাত্রছাত্রীকে এসএসসি পরীক্ষা থেকে বিরত রাখা বা বঞ্চিত করার উৎসব চলছে না। তাহলে সরকারি দুটি মাধ্যমিক বিদ্যালয় তথা চুয়াডাঙ্গা সরকারি ভি.জে উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা নিয়ে অকৃতকার্য দেখিয়ে কেন ৩৫ জন শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে? এ প্রশ্ন তুলে অভিভাবক ফোরামের ২৫তম সভায় বিদ্যালয় দুটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে গত তিন বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল হাই। পরিচালনায় ছিলেন সম্পাদক প্রবীণ শিক্ষক আব্দুল মোত্তালিব। সভা থেকে বিদ্যালয় দুটির কোনো শিক্ষার্থীকেই এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত না করার আহ্বান জানানো হয়েছে।