মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আইনজীবী সমিতি মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়। সকাল ১০টার দিকে সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব নাজমুল হক লিটনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. সানাউল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহাম্মদ বিজন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাড. সিমকি ইমাম খান, বিশিষ্ট শিল্পপতি মির্জা শহীদ বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রহমতুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, নর্বনির্বাচিত সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল আযম খোকন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহী উদ্দীন মিল্টন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সহসভাপতি মোখলেছুর রহমান, ইসরাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস