স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ৪ দিনব্যাপি ইনডোর গেম প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ক্লাব সভাপতি মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরদার আল আমিন। আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে ইনডোর গেমের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১১, ১২, ১৩ ও ১৫ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যার পর ক্লাবভবনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যারামবোর্ড, কার্ড, দাবা, লুডুসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী ক্লাব সদস্যদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। আজ সন্ধ্যা থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নাম রেজিস্ট্রেশনের কাজ চলবে। বিস্তারিত জানার জন্য ক্লাবের দফতর সম্পাদকের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।