মাথাভাঙ্গা মনিটর: বিয়েতে ভাবীর কাণ্ডে দেবরের বিয়ে ভেঙেছে। বিয়ের আসরে সবার সামনেই তিনি (ভাবী) বরকে চুমু দেন। এ দেখে কনে কি আর সহ্য করে? কনে রেগেমেগে বিয়ের আসর থেকেই চলে গেলেন। ভেস্তে গেলো বিয়ে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার ভারতের আলীগড়ে এ ঘটনা ঘটেছে। ছেলেমেয়ের দেখাদেখি পর্ব শেষে বিয়েটি ঠিক হয়। সব কিছু সুন্দরভাবে চলছিলো। কিন্তু তখনো কেউ জানতো না যে কী ঘটতে যাচ্ছে। আকস্মিকভাবে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ দৃশ্য দেখে রাগে ফেটে পড়েন কনে ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে বিয়ের আসরেই দু’পক্ষের মধ্যে বেধে যায় তুমুল ঝগড়া। ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও রীতিমতো হতভম্ব। বর-কনেপক্ষের ঝগড়া গড়ায় মারামারিতে। বরকে আটকে রাখে কনেপক্ষ। শেষমেশ ভেস্তে যায় বিয়ে।