বিশ্বভারতীতে বাংলাদেশি ছাত্রী ধর্ষিত

 

মাথাভাঙ্গা মনিটর: কোলকাতার বিখ্যাত বিশ্বভারতীতে এক বাংলাদেশি ছাত্রী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের একটি অনলাইন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঠভবনের বিথীকা ছাত্রী নিবাসে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। স্থানীয় অভিভাবকই এ ঘটনার মূল হোতা বলে জানায় সংবাদমাধ্যমটি। এ ঘটনার পর অধ্যক্ষ বোলপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বোলপুর থানা অভিযুক্ত অভিভাবককে গ্রেফতার করেছে।