বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় পালিত

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রমৈত্রী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি পালন শুরু করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্সপার্টির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক।, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পাটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুবমৈত্রীর সভাপতি মামুন অর রশিদ, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সীমান্ত। বক্তব্য রাখেন- শুভ, আরিফ, আকাশ, পাপন, রিফাত প্রমুখ।