নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

 

মেহেরপুর অফিস: নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল শনিবার মেহেরপুরের মুক্তিযোদ্ধা সংসদ স্মরণ করেছে মেহেরপুর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযুদ্ধে মেহেরপুরের শহীদদের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে জেলা কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, মতিয়ার রহমান, সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, উপজেলা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।