দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ১৪তম খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ৩-০ জয়ী হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় স্থানীয় ঈদগামাঠে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব, কার্পাসডাঙ্গা একাদশের মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আবিদ গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সোহাগ ও সবুজ ১টি করে গোল করে। খেলাটি পরিচালনা করেন আজিজুল হক শীল, সহকারী ছিলেন ইকতিয়ার ও রিজু। ধারাভাষ্যে ছিলেন শামিম খান ও হাতেম আলী। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন লুৎফুর, মহাসিন, রিংকু, হাশেম, রাশেদ, ডাবলু, শাহ্ জাহান।