চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: জীবননগর আলীপুরের মিজানুর রহমান (৪০) ও উথলীর ডালিমকে (২৫) আটক করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। গতরাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের ওয়াল্টন শোরুমের সামনে থেকে আটক করা হয়। এ সময় এদের নিকট থেকে উদ্ধার করা হয় ২৪০ বোতল ফেনসিডিল। গোয়েন্দা পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, অভিযানের সময় সরোজগঞ্জ বোয়ালিয়ার আলম হোসেন পালিয়েছে।
ডিবি পুলিশ বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিবির ওসি ইন্সপেক্টর ফারুক হোসেন, এএসআই জগদীশ, এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জে অভিযান চালিয়ে হাতেনাতে দুজনকে আটক করতে সক্ষম হলেও বোয়ালিয়ার ডিগ্রি আনছারের ছেলে আলম হোসেন পালিয়েছে। তার বিরুদ্ধেও মামলা হচ্ছে।
আটককৃত দুজনের মধ্যে মিজানুর রহমান জীবননগর আলীপুরের আব্দুস সালামের ছেলে মিজানুর রহমান ও উথলীর মৃত শাহজাহানের ছেলে ডালিম।