চলে গেলেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্বাধীনতার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রথম শতক করা ব্যাটসম্যান আহসান জহির আর নেই। গতকাল শনিবার ৬০ বছর বয়সে ঢাকায় মারা গেছেন সাবেক এ ক্রিকেটার। আহসান জহিরের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৯৭৫ সালে ১৩ মার্চ তৎকালীন ঢাকা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের তিন দিনের ম্যাচের ফাইনালে বরিশাল বিভাগের হয়ে কুমিল্লা বিভাগের বিপক্ষে শতক করেন আহসান জহির। আহসান জহির ছিলেন আক্রমণাত্মক ব্যাটসম্যান। দুই দশকের ক্লাব ক্রিকেট ক্যারিয়ারে আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, সূর্যতরুণ, উদীতি ও শান্তিনগর ক্লাবের হয়ে খেলেন তিনি। ১৯৮৫ সালে ক্রিকেট থেকে অবসর নেন আহসান জহির।