গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা খ ইউনিট যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকেলে জুগিন্দা ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মতিয়ার রহমানকে সভাপতি মনোনীত করা হয়।
ধানখোলা ইউপি খ ইউনিট যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন প্রমুখ। বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাছানুজামান হিলোন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সহসভাপতি সালাউদ্দীন, দপ্তর সম্পাদক আল্লামা আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজামান, ইউপি সদস্য ওসমান আলী, সাবেক ছাত্র নেতা আহসান হাবিব, গাংনী বঙ্গবন্ধু স্মৃতি ক্লাব সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা সৈনিক লীগ সহসভাপতি জিয়াউল হক জিয়া, পৌর ছাত্রলীগের সম্পাদক ইমরান হাবিবসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কাউন্সিলরদের সম্মতিতে সভাপতি চূড়ান্ত হয়। সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান ও আলী আকবরকে আগামী তিন দিনের মধ্যে সমঝোতার অনুরোধ করা হয়েছে। এটি সম্ভব না হলে পরবর্তীতে কাউন্সিলরদের ভোটের মধ্যমে সম্পাদক নির্বাচিত করা হবে বলে জানান উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।