স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে মানিকছড়ি বাজারের রাজপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের মানিকছড়ি উপজেলা সভাপতি মংসাথোয়াই মারমা ওরফে জাপান বাবু গুলিবিদ্ধ হয়েছেন। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী মানিকছড়ি বাজারের রাজপাড়ায় জেএসএস নেতা জাপান বাবুর বাড়িতে ভাড়া থাকতেন। তারা ঘটনার সময় জাপান বাবুর ঘরে বসে গল্প করছিলেন। রাত পৌনে ৮টার দিকে বাড়িতে ঢুকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই শিক্ষক নিহত হন। গুরুতর আহত গুলিবিদ্ধ জনসংহতি সমিতি (জেএসএস) নেতাকে উদ্বার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে জেলার পানছড়ি উপজেলার হলধরা পাড়ায় সন্ধ্যায় দৃর্বৃত্তদের গুলিতে রমজান আলী (৪৫), আনোয়ারা বেগম (৩৫) গুলিবিদ্ধ হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে মাটিরাঙ্গা উপজেলার ভুঁইয়া পাড়া এলাকায় সস্ত্রাসীদের গুলিতে আশুতোষ ত্রিপুরা (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন।