আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার উপজেলা বিএনপির একাংশের সভাপতি সহিদুল কাউনাইন টিলু আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা বিএনপির একাংশের সভাপতি সহিদুল কাউনাইন টিলু গতকাল হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে তাকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সহিদুল কাউনাইন টিলুর শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে। তার শারীরিক অবস্থার আশু উন্নতির জন্য পরিবার ও বিএনপির পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। পৃথকভাবে আলমডাঙ্গা পৌর মেয়র বিএনপি নেতা মীর মহিউদ্দীন টিলুর দ্রুত শারীরিক উন্নতির জন্য এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন। সহিদুল কাউনাইন টিলু ইতঃপূর্বেও কয়েক বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির একাংশের সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য, জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।