আরো তিন কৃতী শিক্ষার্থী

 

স্টাফ রিপোর্টার: প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে চুয়াডাঙ্গার আরো দু শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় কৃতী শিক্ষার্থীদের নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের কুশোডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দীন বাবুল ও তহমিনা বেগমের ছেলে মেহেদী হাসান রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ভর্তির যোগ্যতা অর্জন করেছে। এছাড়া একই গ্রামের ফজলুর রহমান ও আল্লাদী বেগমের ছেলে সেন্টু রহমান বুয়েটে সুবিধাজনক অপেক্ষমাণ তালিকায় নিজের স্থান করে নিয়েছে। তালিকায় তার অবস্থান ৯৬০। সেন্টু কুয়েট ও রুয়েটেও অপেক্ষমাণ তালিকায় ভালো অবস্থানে রয়েছে। রানাসহ ঢাবি ভর্তিযুদ্ধে বিজ্ঞান অনুষদে মেধা তালিকায় মোট ১২ জন কৃতিত্বের স্বাক্ষর রাখলো। আর বুয়েটে সুবিধাজনক অপেক্ষমাণ তালিকায় আরো ১ জন বেড়ে সংখ্যা হলো ৪ জন। সর্বোপরি চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তি যোগ্যতা অর্জন করতে যাচ্ছে ২০ জন। মেডিকেলে ১৮ জন ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ২৭ জন। তাই আবারও বলতে হয় শাবাশ উচ্চ মাধ্যমিক-২০১৪ ব্যাচ।