মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপ হিউসকে বিশেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দল। খেলোয়াড়দের সবার শার্টে প্রয়াত এ ক্রিকেটারের ৪০৮ নম্বরটি লেখা থাকবে। অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট খেলা হিউস দেশটির ৪০৮তম টেস্ট ক্রিকেটার ছিলেন। তাকে সম্মান জানাতে তাই এ নম্বরটি বেছে নিয়েছে সতীর্থরা। খেলোয়াড়দের শার্টে ক্রিকেট বোর্ডের প্রতীকের নিচে সাধারণত খেলোয়াড়দের নিজেদের টেস্ট নম্বরই থাকে। অ্যাডিলেইডে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায়। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি শুরু হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার ব্রিসবেনে। কিন্তু তার আগের দিন বুধবার হিউসের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ঠিক হওয়ায় সূচিতে পরিবর্তন আসে। ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস। সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরও চেতনা ফিরে পাননি ২৫ বছর বয়সী এ ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সাথে লড়ে ২৭ নভেম্বর তিনি মারা যান।