অবশেষে ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষককে ক্ষতিপূরণ দিলেন বীজ ব্যবসায়ী গাড়াবাড়িয়ার লাল্টু

 

স্টাফ রিপোর্টার: অবশেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিলেন কপির ভেজাল বীজ সরবরাহকারী চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার সার ও বীজ ব্যবসায়ী মাহবুবুর রহমান লাল্টু। গতকাল শনিবার দুপুরে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে পাঁচ কৃষকের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করেন। ক্ষতিপূরণপ্রাপ্ত কৃষকরা হলেন গাড়বাড়িয়ার চান্দু মিয়া, বিশারত, আরিফ, আব্দুল কাদের ও বাদল। বীজ ব্যবসায়ী লাল্টু বলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা এই টাকা দিয়ে পরবর্তী আবাদ করে তার ক্ষতি পুশিয়ে নেবেন।

অভিযোগ ওঠে, লাল্টুর কাছ থেকে ভেজাল কপিবীজ কিনে প্রতারিত হন কৃষকরা। গতকাল তারা ক্ষতিপূরণের টাকা ফেরত পেয়ে কিছুটা হলেও সন্তোষ প্রকাশ করেন।