সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর বর্ধিত সাধারণসভায় নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি গঠন করা হয়েছে। বর্ধিত সাধারণসভায় নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা নান্না।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সাধারণসভায় সভাপতিত্ব করেন সহসম্পাদক সাইদুর রহমান মন্টু। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। সাধারণসভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মনিরুজ্জামান, সহসভাপতি পদে সাইদুর রহমান মন্টু ও মাহমুদা জামান পলি, সাধারণ সম্পাদক গোরাম মোস্তফা নান্না, সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ মহিউদ্দীন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, নাট্য সম্পাদক জানমুন আহমেদ হিটু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দীন জোয়ার্দ্দার, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক আহসান খান, কার্যকরী সদস্য নজির আহমেদ ও শশীভুষণ প্রমাণিক।

Leave a comment