মেহেরপুরে জুয়ো খেলার সময় ৮ জন আটক

 

মেহেরপুর অফিস: জুয়ো খেলার সময় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগা মাঠে অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মহিরউদ্দিনের ছেলে দয়াল নবী (২৫), জিয়ারুলের ছেলে ইকবাল (২০), আজিত আলীর ছেলে আকুব্বার হোসেন (২২), সৈয়দ আলীর ছেলে পাঁচু (৩২), শাজাহানের ছেলে রিপন (২০), মাহাতাবের ছেলে খায়রুল (২২), মহাসিনের ছেলে রাসেল হোসেন (২৩) এবং বাবর আলীর ছেলে মকছেদ আলী (৩৫)। আটককৃতদের আদালতের মাধ্যমে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, জুয়াড়িরা জুয়ো খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ঈদগা মাঠে এসআই কার্তিক চন্দ্র এবং এএসআই মুস্তাহাবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় জুয়োর সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়।

Leave a comment