স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বিডিএমএ’র মহাসমাবেশ আগামী ২৭ ডিসেম্বর আজ শনিবার সকাল ১০টায়। ঢাকা কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিসটিটিউটে আয়োজিত মহাসমাবেশ সফল করতে চুয়াডাঙ্গা মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদসহ সকল জেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা. মো. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার।
বিডিএমএ’র সহসাংগঠনিক সম্পাদক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে বলেছেন, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম। বিশেষ অতিথি থাকবেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবীবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিজ্ঞপ্তিতে বিডিএমএ’র সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে আন্তরিক হওয়ার পুনঃপুন আহ্বান জানিয়েছেন।