কালীগঞ্জের মোবারকগঞ্জ ও দর্শনার কেরুজ চিনিকলের ২০১৪-১৫ আখমাড়াই মরসুম উদ্বোধনকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
হারুন রাজু/হানিফ মণ্ডল/আলম আশরাফ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহতম জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান এতদ্বা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ঐতিহ্যবাহী কেরুজ চিনিকল। এ চিনিকলের ২০১৩-১৪ আখমাড়াই মরসুম শাদামাটা পরিবেশে উদ্বোধন করা হলেও ২০১৪-১৫ আখমাড়াই মরসুমের যাত্রা শুরু করা হলো ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে এ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেছেন। ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলেরও মাড়াই মরসুম গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু বলেন, আমেরিকা যখন শ্রমিক ছাটাই করে শিল্প কারখানা সংকাচিত করছে, তখন আমরা বন্ধ কলকারখানা চালু ও নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠানে নতুন নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছি। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ৭০ ভাগ মানুষকে শিক্ষার আওতায় নিয়ে এসেছি। বঙ্গবন্ধু যেভাবে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে হবে। বিএনপির সমালোচনা করে শিল্পমন্ত্রী বলেন, তাদের আন্দোলন মানেই গণহত্যা, বাসের ঘুমোন্ত শিশু ও নারী হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট। তাই তাদের আন্দোলনে মানুষ এখন সাড়া দিচ্ছে না। যে কারণে তারা ষড়যন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। স্বাধীনতাপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এজন্য দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের আন্দোলনে সাড়া দেয় না। শিল্পমন্ত্রী বলেন, বিএনপি চেয়েছিলো সংসদ নির্বাচন বাতিল করে এদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে। কিন্তু আমরা নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছি। এ সরকার গণতান্ত্রিক বলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা দুটি আন্তর্জাতিক পদ পেয়েছি।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। অর্থনৈতিক মুক্তি না আসলে স্বাধীনতা অর্থবহ হয় না। দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, বাংলাদেশ যাতে পৃথিবীর বৃকে মাথা তুলে দাঁড়াতে পারে সেজন্য শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মরকার কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাব্যক্ত করেন।
শিল্পমন্ত্রীর আগমনের বেশ আগে-ভাগে থেকে কেরুজ কর্তৃপক্ষ শুরু করে প্রস্তুতি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিদ্ধান্ত মোতাবেক গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে চিনিকলের ক্যানকেরিয়ার চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনীসভা। সভায় প্রধান অতিথি ও মাড়াই মরসুমের উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, যুগযুগ ধরে চাষিকূল আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করেছে। কৃষি বান্ধব এ সরকার কৃষকের সকল সুবিধা নিশ্চিত করতে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। তেমনিভাবে দেশের চিনিশিল্পকে বাঁচাতে হলে চাষি ভাইদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বেশি বেশি করে আখচাষের মধ্যদিয়েই সম্ভব দেশের এ মূল্যবান সম্পদ চিনিশিল্পকে রক্ষা করা। বিগত দিনে যারা ক্ষমতায় এসেছিলো, তারা কখনো ভাবেনি এ দেশের কৃষকের কথা, ভাবেনি শ্রমিকের কথা, ভাবেনি দেশের মেহনতি মানুষের কথা। তারা দেশের সম্পদ নষ্ট করে নিজের আখের গুছিয়েছে। তারাই দেশের শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছিলো। বন্ধ করে দিয়েছিলো দেশের অনেক শিল্প-কলকারখানা। বেকার করেছিলো বহু শ্রমিক-কর্মচারীকে। তাই দেশের মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ। সমৃদ্ধশীল সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন নিরলসভাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বেকারত্ম ঘোচাতে বর্তমান সরকার দেশের মৃত ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করে তা সচল করেছে। সেই সাথে শিল্প কারখানাগুলো আধুনিয়কায়ন করা হয়েছে। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন সকল অনিয়ম, দুর্নীতিকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলি। সেক্ষেত্রে মিলের সকল কর্মচারী-কর্মকর্তাকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে, জাতীয় সংসদের হুইপ, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আ.লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বিগত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে সমৃদ্ধির পথে, ঠিক তখনই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। আমরা সকল বাধা শক্ত হাতে মোকাবেলা করে উন্নয়নে ধারা অব্যাহত রেখেছি। বিগত সরকার দেশের মানুষকে ঠকিয়ে নিজেদের আখের গুছাতে ব্যস্ত সময় কাটিয়েছে। তাই জনগণ পরপর দু’বার তাদের উচিত জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াত-শিবিরকে সাথে নিয়ে দেশের উন্নয়নকে নস্যাৎ করতে অহেতুক নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি। নিরীহ মানুষ হত্য, গাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের রাজত্ব কায়েমের বৃথা অপচেষ্টা চালাচ্ছে। ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া আজকের স্বাধীনতা ও জাতীয় পতাকা খামচে ধরতে তাদের বিষাক্ত নোখড় বিস্তার করেছে। আমরা জনগণকে সাথে মোকাবেলা করে দেশের উন্নয়নে এগিয়ে যাচ্ছি। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি আলী আজগার টগর বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে। শান্তিপ্রিয় বাঙালি শান্তিতে থাকতে চাই বলেই আবারো আ.লীগকে ক্ষমতার সিংহাসনে বসিয়েছে। তাই আসুন দেশ, জাতি তথা সমাজের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রত্যয়ী হই। তিনি বলেন, শিল্প সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে শিল্প প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হবে। কেরুজ চিনিকল এ এলাকাকে আলোকিত করে রেখেছে। এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি এ মিলটিকে বাঁচিয়ে রাখতে বেশি বেশি আখচাষের কোনো বিকল্প নেই। সেই সাথে শ্রমিক-কর্মচারীদের হতে হবে সৎ ও নিষ্ঠাবান। কৃষকদের আখচাষে উৎসাহিত করতে অবশ্যই আখের মূল্য বৃদ্ধির দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। চিনি কেন অবিক্রিত অবস্থায় তা খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি।
কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ঝিনাইদাহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদ উল হক ভুঁইয়া, চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মো. দেলোয়ার হোসাইন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা আ.লীগ নেতা মোশারফ হোসেন মিয়া, জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, শ্রমিক নেতা মনিরুল ইসলাম প্রিন্স, মাসুদুর রহমান, তৈয়ব আলী প্রমুখ। আলোচনা শেষে নেতৃবৃন্দ ও মিলের কর্মকর্তাদের সাথে নিয়ে ডোঙায় আখ ফেলে ২০১৪-১৫ আখ মাড়াই মরসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কেরুজ চিনিকলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেল ৪টার দিকে তিনি গাড়িবহরযোগে যশোরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৭টার বিশেষ ফ্লাইটে আমির হোসেন আমু ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করেন। গত বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে যশোর এসে পৌছেছিলেন। রাতে যশোর সার্কিট হাউজে অবস্থান নেয়ার পর গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মোবারকগঞ্জ চিনিকলের ২০১৪-১৫ আখমাড়াই মরসুমের উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে তিনি গাড়িবহরযোগে দর্শনায় পৌঁছুলে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানান। এছাড়া কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমানের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও লালগালিচা অভ্যার্থনা দেয়া হয় শিল্পমন্ত্রীকে। মিলের অতিথি ভবন চত্বরে মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি চৌকস দল। এ মরসুমে কেরুজ চিনিকল কর্তৃপক্ষকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯০ কার্য দিবসে ৮ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্তৃপক্ষ। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। একে গত পরপর ৪ মাড়াই মরসুমের উৎপাদিত চিনির বেশির ভাগই রয়েছে অবিক্রিত। প্রায় ৫০ কোটি টাকার মূল্যের ১৩ হাজার ৯শ মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় গোডাউনে রয়েছে। তবে চিনির বাজার দাম ৪০ টাকা থেমে নেমে এখন ৩৭ টাকা নির্ধারিত হওয়ায় শুরু হয়েছে বিক্রি কার্যক্রম। মিলের ৫টি গোডউন চিনিতে কানায় কানায় ভর্তি থাকায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে মিল কর্তৃপক্ষ। এছাড়া অতিরিক্ত একটি গোডাউন নির্মাণের জন্য মিলকর্তৃপক্ষ প্রক্রিয়া শুরু করেছে। মিলের ৫টি গোডাউন ছাড়াও যে সকল স্থানে চিনি রাখা হয়েছে তা হচ্ছে কেরুজ চিনিকলের বন্ধ হয়ে থাকা ওষুধ গোডাউন, পরিবহন বিভাগের ইঞ্জিন গোডাউন, সিজিনাল ব্র্যাকের ১৩টি কক্ষ, প্রাইমারি স্কুলের ৭টি কক্ষ, অফিসার্স ও সাধারণ ক্লাব, আবাসিক এলাকার খালি পড়ে থাকা কয়েকটি ভবনসহ বিভিন্ন স্থানে।।
অপরদিকে আমাদের কালীগঞ্জ প্রতিনিধি শিপলু জামান জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিগত যে নির্বাচন হয়েছে তা নিয়ে অনেক কথা হয়েছে। নির্বাচন যদি সঠিক সময়ে না হতো তাহলে সাংবিধানিক শূন্যতা হতো। নির্বাচন বানচালের জন্য বিরোধীদল অনেক ষড়যন্ত্র করেছে। বিরোধীদল বলে নির্বাচনের বৈধতা নেই কিন্তু বিশ্বের দুটি পার্লামেন্টে আমাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে প্রমানিত করেছে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন সঠিক ছিলো। শেখ হাসিন যে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমরা বিশ্বাস করি এর আগেই তা সম্ভব হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তিরত হবে সেই পরিকল্পনা মাফিক আজ কাজ হচ্ছে। এদিকে যেমন বিদেশি বিনিয়োগ আসছে অন্যদিকে আমরা সমুদ্র জয় করতে সক্ষম হয়েছি।
তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ২০১৪-১৫ আখমাড়াই মরসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা বলেন। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ ছেলুন জোয়ার্দার, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদউল হক ভুইয়া, ঝিনাইদহ জেলা প্রসাশক মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান প্রমুখ।
২০১৪-১৫ আখমাড়াই মরসুমে মোবারকগঞ্জ চিনিকল ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৭শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। মিলটি ১২০ দিন চালিয়ে ৭ দশমিক ৫০ ভাগ হারে চিনি রিকভারি করবে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। অনেক ষড়যন্ত্র, অনেক বাধা পার হয়ে আজকে আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তার ভালো কাজের জন্য দেশ আজ আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে। ৬টি সূচকেই আমরা এগিয়ে রয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছি। আমরা দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে চাল রফতানি করছি। তিনি আরো জানান, বিশ্ব মন্দা বাজারে যেখানে আমেরিকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ছাটাই করেছে সেখানে বাংলাদেশ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।