সারাদেশ আজ জেলখানায় রূপান্তরিত হয়েছে
গাংনী প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণবিষয়ক সম্পাদক মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন বর্তমান সরকারকে অবৈধ ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেছেন, দেশকে নিয়ে সরকার যা খেলছে তা এদেশের মানুষ আর খেলতে দেবে না। সরকার পতনের লক্ষ্যে কেন্দ্রীয় যেকোন কর্মসূচি এলে তা বিগত সময়ের মতো সফল করতে হবে। এজন্য গাংনী বিএনপি পিছুপা হবে না। জেল-জুলুম দিয়ে আন্দোলন দমানো যাবে না হুঁশিয়ারি করে তিনি আরো বলেন, সারাদেশ আজ জেলখানায় রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষকে এ জেলখানা থেকে মুক্ত করতে সরকারের পতন করানোর কোনো বিকল্প নেই। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলা হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সরকারি বিরোধী আন্দোলনে কৌশল নির্ধারণ ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে গাংনী উপজেলা ও পৌর বিএনপির ওই যৌথসভা অনুষ্ঠিত হয়।
যৌথসভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক। বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোরাদ আলী, পৌর বিএনপি সভাপতি ইনসারুল হক ইন্সু, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মাস্টার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।