মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার একটি রেল ক্রসিঙে চলন্ত ট্রেনের সাথে একটি স্কুল বাসের সংঘর্ষে পাঁচ শিশু নিহত হয়েছে। ওই সময় রেল ক্রসিঙে পাহারায় কেউ ছিলো না। উত্তর প্রদেশ রাজ্যে এ দুর্ঘটনায় আহত অপর ১৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ওই বাসচালকও রয়েছে। জেলা তথ্য কর্মকর্তা জিতেন্দ্র প্রতাপ সিং বলেন, সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ শিশু নিহত ও বাসের চালকসহ অপর ১৩ জন আহত হয়েছে। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ওই বাসে একটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জনের বেশি শিশু ছিলো। উল্লেখ্য, ভারতের সড়কগুলো অনেক ঝুঁকিপূর্ণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায এক লাখ ৬৬ হাজার ৫০৬ জন প্রাণ হারায়।