দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ১৩তম খেলায় শুভ সকাল স্পোর্টিং ক্লাব ও লুবান স্টারের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় ঈদগামাঠে চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব ও কুতুবপুরের লুবান স্টার মুখোমুখি হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন লুবান স্টারের আরিফ হোসেন কোবরা। খেলাটি পরিচালনা করেন ওয়াসিম আকরাম, সহকারী ছিলেন রবিউল ও নিপুন। ধারাভাষ্যে ছিলেন শামিম খান ও হাতেম আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন লুৎফুর, মহাসিন, রিংকু, হাশেম, রাশেদ, ডাবলু, শাহ্ জাহান।