ডা. শামারুখের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: যশোরে ডা. শামারুখ মাহজাবীন সুমির লাশ পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুনরায় ময়নাতদন্তের জন্য শহরের কারবালা কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সি রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশের দশ দিন পর লাশ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্ত করা হলো। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের নেতৃত্বে একটি টিম শহরের কারবালা কবরস্থানে লাশ উত্তোলনের জন্য যান। এ সময় উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান, ডা. সুমির বাবা প্রকৌশলী নুরুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ধানমণ্ডি জোনের এএসপি মুন্সি রুহুল কুদ্দুস, মেডিকেল টিমের সদস্য যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. হুসাইন সাফায়েত ও প্রভাষক জেসমিন সুমাইয়া, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক। লাশ উত্তোলনের পর সোয়া ১২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।