খবর:(বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে ১৪তম)
ঝাঁপ দিয়ো না লাফ দিয়ো না
গাল কোরো না অতো,
এমন দশা এই জীবনে
দেখবো যে আর কতো।
ওপরে খুব বক্তৃতা দাও
তলায় বিশাল ফুটো,
কী আর করা দেখছি সবই
খাচ্ছে ঘুণে খুঁটো।
নড়বড়ে সব খুঁটি নিয়ে
বড়াই করো সবাই,
তলায় তলায় দুর্নীতিতে
হয়ে গেলাম জবাই।
Ñআহাদ আলী মোল্লা