স্টাফ রিপোর্টার: বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে রাজমিস্ত্রির যুগালে চুয়াডাঙ্গা নুরনগর কলোনির আকরাম। অসহায় এতিম কিশোর আকরামকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। নতুন চারতলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় এ অঘটন ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা গুলশানপাড়ার অ্যাড. আব্দুল মালেকের গুলশানপাড়াস্থ বাড়িতে কাজ করছিলো চুয়াডাঙ্গা নুরনগর কলোনির মৃত বকুল হোসেনের ছেলে এতিম আকরাম হোসেন (২০)। আকরাম রাজমিস্ত্রির যুগালে। গতকাল বেলা সাড়ে ৪টার দিকে আকরাম চারতলা ভবনের ওপরে প্লাস্টারের কাজ করছিলো। এ সময় দেয়ালের কোল ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারের সাথে তার হাত স্পৃষ্ট হয়। এতে তার শরীরের জামাকাপড়ে আগুন ধরে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। মুমূর্ষু অবস্থায় আকরামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এলাকাসূত্রে জানা যায়, আকরামের বয়স যখন ৪ বছর তখন তার দরিদ্র বাবা বকুল মারা যান। এর দু বছর পর তার মাও মারা যান। এরপর থেকে সে নানা সলেমানের বাড়িতে থাকতো। খুবই অসহায় জীবনযাপন করতো এতিম আকরাম। আকরামের মামা সাগর অভিযোগ করে বলেন, আকরাম যার বাড়ি থেকে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বাড়ির কেউই চিকিৎসার খোঁজখবর নেয়নি। আমরা ধার দেনা করে আকরামকে ঢাকায় পাঠিয়েছি।