গাংনী প্রতিনিধি: আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রা পরিদর্শন করলেন মেহেরপুর গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সংস্থার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন প্রোগ্রাম ডিরেক্টর ডা. শাহানা নাজনীন, সিনিয়র ম্যানেজার ডা. কাজী আসাদুর রহমান, সিনিয়র ম্যানেজার ফারুক হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে তিনি সংস্থার নির্বাহী পরিষদ সদস্যদের সাথে মতবিনিময়ে মিলিত হন। সংস্থার কার্যক্রম ও সংগঠন সম্পর্কে কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন সংস্থার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন।
গাংনীর পিএসকেস কার্যালয় পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন কান্ট্রি ডিরেক্টর
