সাংবাদিকদের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার: কেরু অ্যান্ড কোম্পানির মাড়াই মরসুম উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে প্রেসক্লাব। ফলে সকল সাংবাদিককে তাদের পেশাগত দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ শুক্রবার বাদ জুম্মা কেরু অ্যান্ড কোম্পানির চলতি মাড়াই মরসুম উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হাজি আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ চিনি ও খাদ্য শিল্প করপরেশনের মহাপরিচালক।
কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাড়াই মরসুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণপত্র প্রদানে ত্রু টির কারণে গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জরুরি বৈঠকে মিলিত হয়। দামুড়হুদা প্রেসক্লাব, দর্শনা প্রেসক্লাব ও জীবননগর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে কেরুজ আখমাড়াই মরুসুমের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের বিষয়টি কেরুজ এমডিকে জানানোর পর তিনিসহ আমন্ত্রণপত্র প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তা ত্রু টি স্বীকার করে দুঃখ প্রকাশের সাথে সাথে সাংবাদিকদের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। এ অনুরোধের প্রেক্ষিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ পুনরায় আলোচনায় বসে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে সাংবাদ সংগ্রহ এবং নিজ নিজ সংবাদ মাধ্যমে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠান বয়কটের তথ্য সকল সাংবাদিককে জানানো হলেও মধ্যরাতে প্রত্যাহারের সিদ্ধান্তটি যথাযথভাবে সকলকে জানানো সম্ভব হয়নি। তবে আজ সকালে প্রেসক্লাব দপ্তর সম্পাদক তথ্য প্রদানে সচেষ্ট হবেন।
কেরুজ আখমাড়াই উদ্বোধন অনুষ্ঠানের খবর সংগ্রহের জন্য প্রেসক্লাব সদস্যদের জন্য পরিবহন ব্যবস্থা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে মাইক্রোবাস দর্শনার উদ্দেশে ছেড়ে যাবে।