স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসে বড়দের হারের প্রতিশোধ নিলো ছোটরা জুনিয়র টুর্নামেন্টে। এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে ওমানকে ৭-০ গোলে হারিয়ে এশিয়া কাপের টিকেট নিশ্চিত করলো বাংলাদেশের যুবারা। বাংলাদেশের খোরশেদ তিনটি এবং কৌশিক, মিলন, সারোয়ার ও রাব্বি সালেহিন একটি করে গোল করেন। এর আগে ইনচনের এশিয়ান গেমসে ওমানের কাছে ২-৩ গোলে হেরেছিলো বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতে গোলের দেখা পেতে প্রায় ১৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ওই সময়ে পেনাল্টি কর্ণার (পিসি) থেকে মিলনের পুশে বল স্টপ করান সারোয়ার। সেই বলে ড্রাগ অ্যান্ড পুশ করে দেশকে প্রথম গোল এনে দেন খোরশেদ (১-০)। মিনিট চারেক পর বেলালের ফ্রি হিট থেকে কৌশিকের কানেক্টে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ (২-০)। ম্যাচের ২৩ মিনিটে সারোয়ারের পাস থেকে কৌশিকের হিট ওমানের গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি হিটে মিলন গোল করেন (৩-০)। মিনিট ছয়েক পর পিসি থেকে মিলন, সারোয়ার ও খোরশেদের কম্বিনেশনে চতুর্থ গোল পায় বাংলাদেশ (৪-০)। প্রথমার্ধের শেষ মুহূর্তে পিসি থেকে খোরশেদের ড্রাগ অ্যান্ড পুশে আরও এগিয়ে যায় স্বাগতিকরা (৫-০)। এ ব্যবধানেই বিরতিতে যায় দু দল। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা করে ওমান। ম্যাচের ৫০ মিনিটে সেই প্রতিরোধ ভেঙে বাংলাদেশকে ষষ্ঠ গোল এনে দেন কৌশিক (৬-০)। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে মিলনের পাস থেকে রাব্বি হিটে গোল করলে ৭-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। পুরো ম্যাচে দুটি পিসি পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি ওমান। অন্যদিকে দিনের অন্য ম্যাচে থাইল্যান্ডকে ৩-২ গোলে হারায় শ্রীলংকা। জয়ী দলের সুরেন্দ্রর জয়ের্ধন দুটি ও প্রমুধ্য ফার্নান্ডো একটি গোল করেন। থাইল্যান্ডের হয়ে বুনমি চাকান ও তাংওম সোমবাত একটি করে গোল শোধ দেন।