সাহেদুজ্জামান টরিককে সংবর্ধনা দিলো চুয়াডাঙ্গা প্রেসক্লাব

খোলামেলা আলোচনায় সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাসহ পেশাজীবীদের মিলনমেলা

 

স্টাফ রিপোর্টর: সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাজি সাহেদুজ্জামান টরিককে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। হাজি সাহেদুজ্জামান টরিককে সাংবাদিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান এক পর্যায়ে পরিণত হয় বিভিন্ন পেশাজীবীদের মিলনমেলায়। চুয়াডাঙ্গার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবহন মালিক আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন।

DSC01201

সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী চুয়াডাঙ্গার কৃতীসন্তান হাজি সাহেদুজ্জামান টরিক স্মতিচারণ করতে গিয়ে বলেন, তার অতীতের জীবন সংগ্রাম থেকে শুরু করে আজকের এ পর্যায় পৌঁছুনোর নেপথ্য। তিনি বলেন, একজন মানুষের জীবনে সফলতা আর জনপ্রিয়তা কখনোই তার দিকে হেঁটে আসবে না। সব সময় পেতে হবে এটা নয়, দেয়ার মানসিকতা নিয়ে কাজ করার পাশাপাশি ভালো ব্যবহার, মানুষে বিশ্বাস আর তাদের বিপদে হাত বাড়িয়ে দিলেই জনপ্রিয়তার পাশাপাশি মিলবে সাফল্য।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বক্তব্যে টরিকের কর্মকাণ্ড ও বর্তমান অবস্থান চুয়াডাঙ্গার মানুষের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে এক পর্যায়ে প্রেসক্লাব সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী। প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সাহেদুজ্জামান টরিকের হাতে তুলে দেয়া হয় উপহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন।

এদিকে গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাহেদুজ্জামান টরিক। এ সময় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিক উপস্থিত ছিলেন। ১শ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a comment