স্টাফ রিপোর্টার: প্রিমিয়ার লিগে অখেলোয়াড়সুলভ আচরণ করায় সাকিব আল হাসানকে আবারও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার সময় আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক হয়ে মাঠে নামেন সাকিব। খেলার একপর্যায়ে বল করতে আসেন তিনি। উইকেটে প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট করছিলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। সাকিব তার বলে এলবিডব্লিউর আবেদন জানান। কিন্তু আবেদনে সাড়া দেননি ম্যাচে দায়িত্বরত আম্পায়ার মিজানুর রহমান। এরপর সাকিব আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এরপর ম্যাচ রেফারি ওবায়দুল হকের কাছে সাকিবের অসদাচরণের অভিযোগ করেন আম্পায়ার মিজানুর রহমান। পরে সাকিবকে জরিমানা করা হয়।
সাকিবের জরিমানা
