মেহেরপুর অফিস: শ্যালিকার বাল্যবিয়ে দিয়ে বিপাকে পড়েছেন ভগ্নিপতি শাহীন আলম। বর-কনে ও বরযাত্রীরা পালিয়ে গেলেও ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন শাহীন। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দক্ষিণ শালিকা গ্রামের শাহীন আলম নিজ বাড়িতে শ্যালিকার বাল্যবিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম তার বাড়িতে পৌঁছায়। কিন্তু এর কিছুক্ষণ আগেই তারা বর-কনেসহ বরযাত্রী কয়েকজন পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত কনের ভগ্নিপতি শাহীন আলমকে আটক করেন। বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯’র ৬(ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫শ টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অবশ্য জরিমানা দিয়ে মুক্ত হন শাহীন আলম।