ভালোবাসা আর কান্নায় হিউসকে শেষ বিদায়

 মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিল শহরটা শোকের কালোতে ছেয়ে গিয়েছিলো বুধবার। শান্ত ও ছোট্ট শহরটির হাজার তিনেক মানুষের হৃদয়ে এদিন যুগপৎ বয়ে গেছে ভালোবাসা আর শোকের প্রবাহ। প্রিয় ক্রিকেটার ও মানুষ ফিলিপ হিউসকে এদিন শেষ বিদায় জানিয়েছে তারা। প্রায় ৮০ মিনিট স্থায়ী অন্ত্যেষ্টিক্রিয়ার শুরু করেন ফাদার মাইকেল অ্যালকক। গম্ভীর ও শান্ত কণ্ঠে বলা ফাদারের শুরুর কথায়ই এক সাথে ভালোবাসা আর শোকের আবহ মিশে ছিলো। তার ২৬ বছরের জীবন উদযাপন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। কাছে ও দূরে তার হৃদয় যাদের স্পর্শ করেছে, আমরা সবাই আজ প্রার্থনা করবো। তার জীবন উদযাপন করার মাধ্যমে আমরা কিছু সান্ত্বনা খুঁজবো। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস।

Leave a comment