২০ দিনের মাথায় আনা হলো লাশ : পরিবারে কান্নার মাতম
এমআর কচি/শরিফ রতন: ভাগ্যের চাকা ঘোরাতে সৌদি আরবে গিয়ে কার্পাসডাঙ্গার মোমিনের করুণ মৃত্যু হয়েছে। দীর্ঘ ২০ দিন প্রতীক্ষার পর মোমিনের লাশ বাড়িতে আনা হয়েছে। পরিবারে চলছে কান্নার মাতম।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আবুল কাশেমের ছেলে আ. মোমিন (৩০)। ভাগ্যের চাকা ঘুরাতে সৌদি আরবে পাড়ি জমায় ১০ বছর আগে। গত রোজার মাসে ছুটিতে বাড়িতে এসে মাসখানেক আগে আরারও সৌদি আরবে চলে যান। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মোমিন। তাকে দ্রুত সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ কিংস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোমিনের লাশের আশায় প্রহর গুনতে থাকে তার স্বজনরা। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ২০ দিনের মাথায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে পৌঁছায় মোমিনের লাশ। এ সময় স্বজনদের কান্নায় এক শোকাবহ পরিবেশে সৃষ্টি হয়। গ্রামে নেমে আসে শোকের ছায়া। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্তানে দাফন করা হবে।