দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল বুধবার উপজেলার ধান্যঘরা গ্রামের আব্দুল গাফফারের নাবালিকা মেয়ে সুবর্ণার (১৩) সাথে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রী আসার আগেই দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিয়ে বাড়িতে উপস্থিত হন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে মেয়ের পিতা গাফফার গা ঢাকা দেন। উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং বিয়ের ঘটক মেয়ের মামা ছঘরি গ্রামের আমান উল্লার ছেলে বদিউজ্জামানকে আটক করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই ঘটকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।