চুয়াডাঙ্গা শেখপাড়ার রিকনকে চুরি মামলায় জেলহাজতে প্ররণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখপাড়ার রিকনকে অস্ত্রসহ আটক করা হলেও চুরি মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে রিকনের পরিবারের লোকজন বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জমিজমা নিয়ে গণ্ডগোলের কারণেই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হয়েছে বলে রিকনের স্ত্রী রিনা খাতুন অভিযোগ করেছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের শেখপাড়ার মৃত সেলিম উদ্দিনের ছেলে রিকনের (২৮) বাড়িতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তার বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রিকনকে আটক করা হয়। সেসময় রিকনের স্ত্রী রিনা খাতুন সাংবাদিকদের বলেন ‘রিকনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। চাচাদের সাথে গণ্ডগোলের কারণে ঘরে অস্ত্র ঢুকিয়ে তাকে ধরিয়ে দেয়ার হুমকি দিতো মানিকরা।’ গতকাল বুধবার উদ্ধারকৃত অস্ত্রটিকে পরিত্যক্ত দেখিয়ে একটি চুরি মামলায় রিকনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সূত্র জানায়।