স্টাফ রিপোর্টার: ‘টেকসই উন্নয়ন, প্রযুক্তি প্রসারণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচির আয়োজন করে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। ৱ্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের আপনজন এবং সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মর্যাদার সাথে বেঁচে থাকার সকল অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রতিবন্ধীরা সমাজের অবহেলার পাত্র নয়। তারা অন্যান্য মানুষের মতো ভালো আচরণ করলে দেশ ও জাতিকে মেধাবী বিকাশ ঘটাবে। তিনি আর ও বলেনউন্নয়নের মূল স্রোতধারার প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করণের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এগিয়ে আসবেন, এ প্রত্যাশা সকলের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, জেলা আওয়ামী সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। বক্তব্য রাখেন- দামুড়হুদা বন্ধন প্রতিবন্ধী সংস্থার পরিচালক আলী হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের নুঝাত পারভীন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বকারী সাইদুর রহমান, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আলী উদ্দীন, ব্র্যাকের একীভূত শিক্ষা কার্যক্রমের দিলীপ কুমার মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমের রিসোর্স শিক্ষক মনোজ কান্তি রায়।
অপরদিকে বেলা ৩টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনাসভার আয়োজন করে। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক মাহবুব। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর যুব উন্নয়ন কেন্দ্রের সহ-উপপরিচালক মাসুম আহমেদ, প্রতিবন্ধী সাহায্যে কেন্দ্রের কনসালন্টেন ডা. সেলিম রেজা, জেলা জিসিএ সভাপতি ওয়ালিউর রহমান টুল্লু, সহিদুল হক বিশ্বাস, রাশেদুল ইসলাম জোয়ার্দ্দার, লিটু বিশ্বাস, জহির রায়হান, ইলিয়াস হোসেন, শাহিন সুলতানা মিলি প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘টেকসই উন্নয়ন, প্রযুক্তি প্রসারণ’ এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে মেহেরপুরে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি ৱ্যালি বের হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শশাঙ্ক কুমার মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসকার আলী। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি এবং এনজিও’র কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিবন্ধীরা ৱ্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।