এখন লক্ষ্য বিশ্বকাপ

স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলের সহঅধিনায়ক জানিয়েছেন, এখন তাদের লক্ষ্য বিশ্বকাপ। জিম্বাবুয়ে সিরিজের আগে টেস্ট ও ওয়ানডেতে কোনো জয় ছিলো না বাংলাদেশের। তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। জিম্বাবুয়েকে পেছনে ফেলে আইসিসি টেস্ট ৱ্যাঙ্কিংয়ের নয় নম্বরেও উঠে আসে তারা। ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানের জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। চলতি বছর এর আগে ১৩ ম্যাচ খেলে ১২টিতেই হারে দলটি, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। জিম্বাবুয়েকে হারিয়ে আইসিসি ওয়ানডে ৱ্যাঙ্কিংয়ের সাত ও আট নম্বরে থাকা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে নয় নম্বরে থাকা বাংলাদেশ।
জিম্বাবুয়েকে গুড়িয়ে দিয়ে সহজ জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পায় মাশরাফি বিন মুর্তজার দলটি। সহঅধিনায়ক সাকিবেরও এতে ছিলো দারুণ অবদান। সিরিজের সেরা বোলার ছিলেন তিনি। সিরিজের একমাত্র শতকটিও আসে তার ব্যাট থেকেই। আগামী ১৮ ডিসেম্বর থেকে পরের বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত হবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি।

Leave a comment